HSC ICT Chapter 4 Important Question
HSC ICT Chapter 4 Important Question: কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম লেখ?,HTML এর ধারনা সৰ্বপ্ৰথম কে দেন?,HTML কী?,Tag কী?,Tag কত প্রকার ও কী কী?,HTML main Structure?,অ্যাট্রিবিঊট কি ? কতটি অংশ থাকে ?,HTML ট্যাগের তালিকা ?,হাইপারলিংক(What is Hyperlink ) কী?,হাইপারলিংক কত প্রকার ও কী কী?,হাইপারলিংকের সুবিধা লেখ?,ওয়েবসাইট পাবলিশ কি এবং এর ধাপ সমূহ লেখ?,বিভিন্ন ট্যাগ(example of a page) ব্যবহার করে একটি পেজ তৈরি কর ?,এইচটিএমএল ফন্ট (HTML font) ট্যাগ ?,Style Tag -এর সাহায্যে সঠিক উপায়ে ফন্ট নির্ধারণ( Use of style tag ) ?,।
1. কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম লেখ?
জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলাে - Mozilla Firefox, Google Chrome, Opera, Safari, Netscape Navigator, Internet Explorer, Uc Browser.
2. HTML এর ধারনা সৰ্বপ্ৰথম কে দেন?
১৯৮৯ সালে জেনেভার সার্ন CNER এ কাজ করার সময় প্রথম ওয়েব পেজ তৈরি করেন টিম বার্নাস-লি (Tim Berners-Lee) এবং 6 আগষ্ট 1991 সাল থেকে অনলাইন ওয়েব পেজ রাখা শুরু হয়। 1996 সালের ডিসেম্বর মাসে W3C কর্তৃক CSS চালু হয়। এ যাবৎ এর কয়েকটি ভার্সন। বের হয়েছে। বর্তমানে সর্বশেষ ভার্সন হলাে HTML5।
3. HTML কী?
HTML এর পূর্নরূপ Hyper Text Markup Language, এটি কোনাে প্রােগ্রামিং ল্যাংঙ্গুয়েজ নয়। এটি Mark Up Language এক সেট Mark Up ট্যাগের সমন্বয়ে গঠিত হয় ওয়েবপেজ । একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয়।
4. Tag কী?
Tag শব্দের আভিধানিক অর্থ হল জুড়ে দেয়া। ট্যাগগুলাে হলাে কীওয়ার্ড, যেগুলাে উভয় পাশে অ্যাঙ্গেল <> বা চিহৃ এবং এর মাঝে লেখা একটি Keyword কে একত্রে ট্যাগ বলা হয়। যেমনঃ এবং হল Body শুরু ট্যাগ এবং